উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নিয়ন্ত্রণাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপজেলা পর্যায়ের প্রধান অফিস। এই অফিসের ক্লিনিক্যাল অধিক্ষেত্রের অফিস প্রধানের পদবী মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)/MO(MCH-FP) এবং নন-ক্লিনিক্যাল অধিক্ষেত্রের অফিস প্রধানের পদবী পরিবার পরিকল্পনা কর্মকর্তা/FPO । এই অফিসের ক্লিনিক্যাল অধিক্ষেত্রের সরাসরি নিয়ন্ত্রনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (UH & FWC) এর উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) গণ, স্যাটেলাইট ক্লিনিক (SC), উপজেলা সদর ক্লিনিক (Sadar Clinic), মা ও শিশু স্বাস্থ্য ইউনিট (MCH unit) হতে মা-শিশু স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, স্বাভাবিক প্রসব সেবা (NVD), কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা ও ছোট পরিবার গঠনের লক্ষ্যে জন-সচেতনতা মূলক সেবা প্রদান করা হয়ে থাকে । এই অফিসের নন-ক্লিনিক্যাল অধিক্ষেত্রের সরাসরি নিয়ন্ত্রনে প্রতিটি ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) গণ এর তত্বাবধানে পরিবার কল্যাণ সহকারী (FWA) গণ বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে সল্প-মেয়াদী পদ্ধতি (যেমন- বড়ি, কনডম, ইঞ্জেকশন) সেবা দিয়ে থাকেন এবং দীর্ঘ-মেয়াদী ও স্থায়ী পদ্ধতি (যেমন- ইমপ্লান্ট, আইইউডি, পরুষ ও মহিলা বন্ধাকরণ) সেবা নেয়ার জন্য গ্রহীতাকে কাউনসেলিং করে সেবা কেন্দ্রে নিয়ে আসেন ।
এক নজরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ।
|
|
ক্রমিক নং |
বিবরণ |
সংখ্যা / পরিমান |
১ |
উপজেলার মোট আয়তন |
৯৮.০৪ বর্গ কিলোমিটার |
২ |
উপজেলার মোট জনসংখ্যা |
১,৬৮,৪৭১ জন |
৩ |
পুরু |
৭৮,২১১ জন |
৪ |
মহিলা |
৯০,২৪০ জন |
৫ |
ইউনিয়নের সংখ্যা |
৫ টি |
৬ |
পৌরসভা |
০১ টি |
৭ |
গ্রামের সংখ্যা |
১১২ টি |
৮ |
ওয়ার্ডের সংখ্যা
|
….. টি
|
৯ |
ইউনিটের সংখ্যা |
২৯ টি
|
১০ | ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (UH&FWC)
|
০৩ টি (আখাউড়া উত্তর, মনিয়ন্দ,
মোগড়া) |
১১ |
পল্লী ডিসপেনসরি (RD)/ উপ স্বাস্থ্য কেন্দ্র |
০২ টি |
১২ |
পরিবার পরিকল্পনা সদর ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
০১ টি |
১৩ |
পরিবার পরিকল্পনা এমসিএইচ ইউনিট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
০১ টি |
১৪ |
১০ শর্য্যা বিশিষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র (MCWC) |
নেই |
১৫ |
Total Fertility Rate (TFR) |
১.৬৫ |
১৬ |
আবাসন প্রকল্প |
০১ টি |
১৭ |
পরিবার পরিকল্পনা কাজে নিয়োজিত বেসরকারী সংস্থা (NGO) |
০১ টি |
১৮ |
পরিবার পরিকল্পনা কার্যক্রম চলমান কমিউনিটি ক্লিনিক এর সংখ্যা |
১৫ টি |
১৯ |
উপজেলার মোট মানউন্নীত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (Model UH&FWC) |
০২ টি |
২০ |
উপজেলার মোট স্যাটেলাইট ক্লিনিক (Satellite Clinic) এর সংখ্যা |
১২ টি |
২১ |
২৪ ঘন্টা স্বাভাবিক ডেলিভারী সেবা প্রদান কারী UH&FWC এর সংখ্যা |
০২ টি |
২২ |
সিএসবিএ (CSBA) প্রশিক্ষণপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী (FWA) সংখ্যা |
০৬ |
|
৩২,৩১৩ জন
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস