Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নিয়ন্ত্রণাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপজেলা পর্যায়ের প্রধান অফিস। এই অফিসের ক্লিনিক্যাল অধিক্ষেত্রের অফিস প্রধানের পদবী মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)/MO(MCH-FP) এবং নন-ক্লিনিক্যাল অধিক্ষেত্রের অফিস প্রধানের পদবী পরিবার পরিকল্পনা কর্মকর্তা/FPO । এই অফিসের ক্লিনিক্যাল অধিক্ষেত্রের সরাসরি নিয়ন্ত্রনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (UH & FWC) এর উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) গণ, স্যাটেলাইট ক্লিনিক (SC), উপজেলা সদর ক্লিনিক (Sadar Clinic), মা ও শিশু স্বাস্থ্য ইউনিট (MCH unit) হতে মা-শিশু স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, স্বাভাবিক প্রসব সেবা (NVD), কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা ও ছোট পরিবার গঠনের লক্ষ্যে জন-সচেতনতা মূলক সেবা প্রদান করা হয়ে থাকে । এই অফিসের নন-ক্লিনিক্যাল অধিক্ষেত্রের সরাসরি নিয়ন্ত্রনে প্রতিটি ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) গণ এর তত্বাবধানে পরিবার কল্যাণ সহকারী (FWA) গণ বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে সল্প-মেয়াদী পদ্ধতি (যেমন- বড়ি, কনডম, ইঞ্জেকশন) সেবা দিয়ে থাকেন এবং দীর্ঘ-মেয়াদী ও স্থায়ী পদ্ধতি (যেমন- ইমপ্লান্ট, আইইউডি, পরুষ ও মহিলা বন্ধাকরণ) সেবা নেয়ার জন্য গ্রহীতাকে কাউনসেলিং করে সেবা কেন্দ্রে নিয়ে আসেন ।


এক নজরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ।



ক্রমিক নং

বিবরণ

সংখ্যা / পরিমান

উপজেলার মোট আয়তন

৯৮.০৪ বর্গ কিলোমিটার

উপজেলার মোট জনসংখ্যা

১,৬৮,৪৭১ জন

পুরু

৭৮,২১১ জন

মহিলা

৯০,২৪০ জন

ইউনিয়নের সংখ্যা

৫ টি

পৌরসভা

০১ টি

গ্রামের সংখ্যা

১১২ টি

ওয়ার্ডের সংখ্যা
….. টি

ইউনিটের সংখ্যা

২৯ টি
১০ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (UH&FWC)
০৩ টি (আখাউড়া উত্তর, মনিয়ন্দ,
মোগড়া)
১১

পল্লী ডিসপেনসরি (RD)/ উপ স্বাস্থ্য কেন্দ্র

০২ টি
১২

পরিবার পরিকল্পনা সদর ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

০১ টি

১৩

পরিবার পরিকল্পনা এমসিএইচ ইউনিট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

০১ টি

১৪

১০ শর্য্যা বিশিষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র (MCWC)

নেই

১৫

Total Fertility Rate (TFR)

১.৬৫

১৬

আবাসন প্রকল্প

০১ টি

১৭

পরিবার পরিকল্পনা কাজে নিয়োজিত বেসরকারী সংস্থা (NGO)

০১ টি

১৮

পরিবার পরিকল্পনা কার্যক্রম চলমান কমিউনিটি ক্লিনিক এর সংখ্যা

১৫ টি

১৯

উপজেলার মোট মানউন্নীত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (Model UH&FWC)

০২ টি

২০

উপজেলার মোট স্যাটেলাইট ক্লিনিক (Satellite Clinic) এর সংখ্যা

১২ টি

২১

২৪ ঘন্টা স্বাভাবিক ডেলিভারী সেবা প্রদান কারী UH&FWC এর সংখ্যা

০২ টি

২২

সিএসবিএ (CSBA) প্রশিক্ষণপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী (FWA) সংখ্যা

০৬ 


২৩।            মোট সক্ষম দম্পত্তি
২৪।             মোট পদ্ধতি গ্রহণকারী
২৫।            উপজেলার মোট পদ্ধতি গ্রহণকারীর হার (CAR)
২৬।            আশ্রয়ণ প্রকল্প 
৩২,৩১৩ জন
২৪,৪৮৬ জন 
৭৫.৭৭%
০৯ টি